নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ১১,সেপ্টেম্বর :: কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হাসপাতালে নিয়ে আসতেই মৃত বলে জানালো চিকিৎসক।ঘটনা ধূপগুড়ি শহরের ক্ষুদিরাম পল্লী এলাকায়।পরিবারের লোকজনদের থেকে জানা যায় ঐ কিশোরী এবং তার বাবা ক্ষুদিরাম পল্লী এলাকায় ভাড়া থাকতেন।মাঝে মধ্যেই বাবার সাথে বচসা হত।
এদিনও তাই হয়েছে, এরপর ঘরের দরজা বন্ধ করে দেয় ঐ কিশোরী।কিছুক্ষন পর পাড়ার লোকজন এবং বাড়ির লোকজন ঐ ঘরের দরজা ভেঙ্গে কিশোরীকে দেখতে পায় ঝুলন্ত অবস্থায়।
অভিযোগ বাবার সঙ্গে রাগ করে হয়তো গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে কিশোরী।জানা যায় ঐ কিশোরী মাধ্যমিক পরীক্ষার্থী। মৃতার নাম প্রিয়া মন্ডল।
ঘটনায় ধূপগুড়ি থানায় খবর পৌছালে পুলিশ কিশোরীকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ তরফে জানানো হয়েছে দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই ঘটনায় ধুপগুড়ি ৭ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লী এলাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।