কলেজের ছাত্র সংগঠনকে কেন্দ্র করে অশান্তি। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার মেমারি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: কলেজের ছাত্র সংগঠনকে কেন্দ্র করে অশান্তি। ঘটনাস্থল পূর্ব বর্ধমান জেলার মেমারি।এই ঘটনায় তিনজন যুবককে গ্রেফতার করে পুলিশ।অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এলাকার কয়েকজন যুবক কলেজে দখলদারীর চেষ্টা চালায়।

কলেজের ছাত্রদের হুমকি দেওয়ার পাশাপাশি তাদের ওপর আক্রমণও করা হয়। এতে ফাইনাল ইয়ারের একাধিক ছাত্র আহত হন। ঘটনার খবর পেয়ে দ্রুত কলেজে পৌঁছে যায় মেমারি থানার বিশাল পুলিশবাহিনী।

দু’পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহত ছাত্রদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। যদিও এই ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চাননি।

এই ঘটনায় মেমারি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হলেন—অতনু বেইন বয়স ২০বছর, মহেশডাঙ্গা ক্যাম্প, মেমারির জয় ভান্ডারী বয়স ২৭বছর, উত্তর কৈলাসপুর এবং স্মরণজিৎ মণ্ডল বয়স ২৩বছর, উত্তর কৈলাসপুর, মেমারি।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৬(২), ১১৫(২), ১১৭(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − nineteen =