বীরভূমে পাথরের খাদানে ধস, নিহত অন্তত পাঁচ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি  :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: বীরভূম: আবারও পাথরের খাদানে মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সকালে জেলায় একটি অবৈধ পাথরের খাদানে ভয়াবহ ধস নেমে অন্তত পাঁচ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একাধিক শ্রমিক।

ধসের সময় খাদানের ভিতরে কাজ করছিলেন বহু শ্রমিক। হঠাৎ করেই পাহাড়ের অংশ ভেঙে পড়ায় কেউ আর বেরিয়ে আসতে পারেননি

                                                               পাথর খাদান দুর্ঘটনা বীরভূমে :: প্রতীকী চিত্র 

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রশাসনের প্রাথমিক অনুমান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, ওই খাদানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযোগ উঠেছে, বারবার সতর্ক করার পরও খাদান মালিকরা নিরাপত্তা বিধি মানছিলেন না।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। নলহাটি থানা পুলিশ খাদান মালিকের বিরুদ্ধে মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসন মৃতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। এই ঘটনার জেরে আবারও পাথরের খাদানে নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে উঠে এল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − six =