মধ্যরাতে লম্বা মানুষ, আতঙ্কে মালদহের নবাবগঞ্জ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১২,সেপ্টেম্বর :: পুরাতন মালদার নবাবগঞ্জ জোড়া কালিস্থান এলাকায় হঠাৎই নেমে এসেছে এক অজানা ভয় ও রহস্য। স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় পোনে বারোটার সময় ফাঁকা রাস্তায় হঠাৎ দেখা যায় এক অস্বাভাবিক লম্বা ব্যক্তিকে। অন্ধকার ভেদ করে ধীর পায়ে এগোচ্ছিল সে।

এক সাহসী যুবক দূর থেকে মোবাইল ফোনে ব্যক্তিটির পেছনের ছবি তুলতে সক্ষম হন। শুক্রবার সকাল দশটা নাগাদ সেই ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় কৌতূহল আর আতঙ্ক। যদিও সত্যটা যাচাই করে নিয়ে আমাদের চ্যানেল।স্থানীয়দের বক্তব্য— “আমরা হতবাক হয়ে পড়েছি। এত উঁচু মানুষ আগে কখনও দেখিনি। কে হতে পারে ভেবে পাচ্ছি না। রাতের আঁধারে হঠাৎ এমন কাউকে রাস্তায় দেখলে স্বাভাবিকভাবেই ভয় লাগছে।”

এলাকাজুড়ে এখন চলছে নানান জল্পনা। কেউ বলছেন অচেনা কোনও পথচারী, কেউ আবার একে রহস্যময় অলৌকিক আবির্ভাব বলে দাবি করছেন। অনেকেই আবার পুরনো লোককথার সঙ্গে মিল খুঁজে ভয় পাচ্ছেন।

পুলিশের কাছে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি, তবে স্থানীয়দের উদ্বেগ ক্রমশ বাড়ছে। রাত্রির অন্ধকারে দেখা সেই লম্বা মানুষ—তিনি আসলে কে? এখনই উত্তর খুঁজছে গোটা নবাবগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 15 =