দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে স্কুল পড়ুয়াদের মধ্যে ছুরি হামলা ! ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দক্ষিনেশ্বর :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে এই ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল স্কুল পড়ুয়া মেট্রো থেকে নেমে প্ল্যাটফর্ম পেরিয়ে দোতলায় পৌঁছয়। ফুড স্টলের কাছে দাঁড়িয়ে হঠাৎই তাদের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, সেই সময় এক পড়ুয়া অপর এক পড়ুয়ার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আক্রান্ত পড়ুয়া লুটিয়ে পড়তেই অন্য সহপাঠীরা তাকে দোতলার পিছনের সিঁড়ি দিয়ে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। মেট্রো স্টেশন চত্বর জুড়ে রক্ত ছড়িয়ে যেতে দেখা যায়। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং স্থানীয় থানার পুলিশ। উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপ-নগরপালও। জানা গিয়েছে, আক্রান্তকে ভর্তি করা হয়েছে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে।

পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা স্থানান্তরিত করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানা যাচ্ছে।

তারা স্কুল পোশাকে ছিল বলেই জানা গিয়েছে। প্রশ্ন উঠছে, স্কুল ইউনিফর্ম পরা পড়ুয়ারা কীভাবে ধারালো অস্ত্র নিয়ে মেট্রো স্টেশনের ভেতর প্রবেশ করলো। তা তারা নিজেরাই সঙ্গে করে এনেছিল নাকি বাইরে থেকে কেউ মেট্রো স্টেশনে অপেক্ষা করছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার জেরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আরপিএফ কর্তারা। ঘটনায় যাত্রীদের মধ্যেও সাময়িক আতঙ্ক দেখা গিয়েছে  যেখানে সব সময় রেল পুলিশ মোতায়েন থাকে।

যাত্রীদের ব্যাগ চেক করেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। সেখানে সকলে চোখের সামনে এমন ঘটনা ঘটে গেলো,তাতে যাত্রীদের মধ্যে ব্যপক আতঙ্ক ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =