নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: উত্তর ২৪ পরগনা বসিরহাট থানার নিমদাড়িয়া কোদালিয়া এলাকার টাকি রোডের ঘটনা । কেনা নামে ওই দুষ্কৃতী আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। সেই সময় এক শিক্ষক মোটরবাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল । কেনা ওই শিক্ষকের বাইকের সামনে গিয়ে ধাক্কা মারে ।তারপরে সেই শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে মারতে যায় । সেই সময় শিক্ষকের চিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে হাতেনাতে পাকড়াও করে কেনা কে । তার কাছ থেকে এলাকার মানুষ উদ্ধার করে একটি আগ্নেয় অস্ত্র ও একটি ধারালো অস্ত্র ।
এরপর বসিরহাট থানায় খবর দিলে বসিরহাট ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ আসলে ওই দুষ্কৃতীকে বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেয়।
এলাকাবাসীর দাবি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ছিনতাই রাহাজানির একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন থানায়, দীর্ঘদিন ধরে পুলিশ খোঁজাখুঁজি করছিল, আজ গ্রামবাসীদের হাতে আটক হওয়ার পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীদের দাবি এই দুষ্কৃতী দীর্ঘদিন ধরে আগ্নেয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই রাহাজানির করতো । আজ তাকে হাতেনাতে পাকড়াও করলাম। বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দিলাম তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।