বর্ধমান শহরে অনুষ্ঠিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: বর্ধমান শহরে অনুষ্ঠিত নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত ভট্টাচার্য। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কাঠগড়ায় তুললেন।

সুকান্ত ভট্টাচার্যের বক্তব্য, “অত্যন্ত চিন্তার বিষয়! যদি মেট্রো স্টেশনের মতো জায়গায় এইরকম ঘটনা ঘটে যায় আর রাজ্য সরকার নির্বিকার থাকে, তবে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। মেট্রো রেলের এলাকা হলেও আইন-শৃঙ্খলা রক্ষা সম্পূর্ণই রাজ্যের হাতে। সেখানে যদি খুনের ঘটনা ঘটে, তা নিঃসন্দেহে উদ্বেগের”।তিনি আরও বলেন, “এর আগেও কসবার মতো জায়গায় রাত্রিবেলায় গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ মানুষ কোনোমতে প্রাণে বেঁচে ফিরেছেন। মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডন বানাতে চেয়েছিলেন, কিন্তু বাস্তবে কলকাতা লন্ডন হলো না—বরং আফগানিস্তান, পাকিস্তানের মতো জায়গার চিত্র ফুটে উঠছে”।

এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট গঠনের প্রসঙ্গেও মন্তব্য করেন সুকান্ত বাবু । তিনি বলেন, “কুড়ি জনেরও বেশি লোকের বিরুদ্ধে চার্জশিট হয়েছে। তাঁরা সাজা পাবেনই।

কিন্তু আমার মতে পার্থ চট্টোপাধ্যায় আসলে বলির বকরা। কারণ তিনি একা এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারেন না। এসএসসির বহু অফিসার এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও এর সঙ্গে যুক্ত। যে দলে বলা হয় একটাই পোস্ট, বাকিরা সব ল্যাম্প পোস্ট—সেই দলে পার্থ চট্টোপাধ্যায় এত শক্তিমান হয়ে সব সিদ্ধান্ত একা নিলেন, এটা বিশ্বাসযোগ্য নয়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − four =