নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: বোলপুর থানার সিঙ্গি পঞ্চায়েতের লাউডোহা গ্রামে অজয় নদ পার্শ্ববর্তী চরে ভেসে আসা একটি বিশাল আকারের গোলাকার ধাতব বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বস্তুটি অনেকটা গ্যাস সিলিন্ডারের মতো দেখতে বলে জানান স্থানীয়রা।
এদিন নদীতে ভেসে আসতে দেখে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বোলপুর থানায়। পুলিশ এসে বস্তুটিকে সতর্কতার সঙ্গে নিরাপদে সরিয়ে রাখে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি ধাতব বস্তুটি আসলে কী, তবে স্থানীয়দের ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমান থেকে ফেলা বোমা হতে পারে এটি। এর আগেও বীরভূমের বিভিন্ন নদীর তলদেশ থেকে এই ধরনের গোলক সদৃশ ধাতব বস্তু উদ্ধার হয়েছে।