নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারী :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমানের মেমারী থানা পুলিশের বড়সড় সাফল্য,উদ্ধার বিপুল পরিমাণে টাকা,, টাকা গুনতে আনা হলো মেশিন, পূর্ব বর্ধমানের মেমারী থানার পালসিট এলাকায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা।উদ্ধার হওয়া বিপুল পরিমাণে টাকার নথি না দেখাতে পারায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন শম্ভুনাথ বর্মা, বাবলু দাস, কৃষ্ণ দাস, নবীনকুমার সিং বিহারের ভাগলপুর ও বাঁকা জেলার বাসিন্দা। এরমধ্যে নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের ড্রাইভার ও খালাসী।
গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মেমারী থানার পুলিশ ১৯নম্বর জাতীয় সড়কের পালসিট টোল প্লাজায় কলকাতা অভিমুখী রাস্তায় যাত্রীবাহী বাসে হানা দেয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২ টি ব্যাগ থেকে ৭২ লক্ষ টাকা। ঘটনায় বাসের চালক ও সহকারী চালক সহ ৪ জনকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ।
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিপুল পরিমাণে টাকা নিয়ে কোথায় যাচ্ছিল এই ব্যক্তিরা? গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মেমারী থানার পুলিশ