গোষ্ঠী সংঘাতের পর প্রধানমন্ত্রীর মনিপুর সফর – দিলেন শান্তি ও উন্নয়নের বার্তা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইম্ফল / চুরাচান্দপুর :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: দেশের উত্তর-পূর্বাঞ্চলকে শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে আজ মনিপুর সফরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে ইম্ফল বিমানবন্দরে পৌঁছনোর পর রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ প্রশাসনিক কর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

প্রধানমন্ত্রী প্রথমে শহরের একটি বৃহৎ জনসভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি মনিপুরে দীর্ঘদিন ধরে চলা অশান্তি ও সংঘাতের প্রসঙ্গ তুলে ধরে বলেন, “শান্তিই উন্নয়নের চাবিকাঠি। কেন্দ্র সরকার মনিপুরের মানুষের পাশে রয়েছে।” তিনি আরও জানান, আগামী দিনে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মোদীজীর সফরে নতুন সড়ক প্রকল্প, যুব সমাজের জন্য দক্ষতা উন্নয়ন কেন্দ্র এবং কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণের নানা প্রকল্প ঘোষিত হয়েছে। বিশেষ করে, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি ঘর ছাড়া স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন। আলোচনায় শান্তি ফিরিয়ে আনার জন্য মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগের কথাও উল্লেখ করেন।

রাজনৈতিক মহল মনে করছে, এই সফরের মাধ্যমে কেন্দ্র রাজ্যের অস্থির পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার পাশাপাশি মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করতে চাইছে। মোদীজীর বক্তব্যে উন্নয়নমূলক প্রতিশ্রুতি যেমন ছিল, তেমনি ছিল শান্তির বার্তাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 10 =