সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: গোপন সূত্র মারফত খবর পেয়ে, সেই খবরের ভিত্তিতে পুলিশি অভিযান, ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গেছে ধৃত দুই ব্যক্তি মালদা জেলার কালিয়াচক এলাকার বাসিন্দা । তাদের নাম যথাক্রমে নজরুল ইসলাম ও ইজরাইল হক।
চম্পাসারি মেন রোড থেকে তাদের আটক করবার পর, প্যান্টের গোপন পকেট থেকে এক কেজি ১৬০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা। ধৃত দুজনকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।