উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার হজ নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন হলে, যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা আজকের এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে থাকেন প্রতি বছরই এই হজ কমিটির এই অনুষ্ঠান কর্মসূচি হয়ে থাকে |
মূলত প্রশিক্ষণ শিবির এর মাধ্যমে, নানান বিষয় তুলে ধরা হয় ।প্রশাসন আধিকারিকরা এদিন মঞ্চে উপস্থিত ছিলেন,গত দুই বছর ধরে এই প্রশিক্ষণ শিবির বন্ধ হয়ে গিয়েছিল করোনার কারণে ।
এবারে আবারও হজ যাবার পারমিশন পাওয়া যাবার ফলে নতুন করে এই প্রশিক্ষণ শিবির শুরু হলো পূর্ব বর্ধমান জেলা বর্ধমান শহরে টাউনহলে ।, কিভাবে তারা হজযাত্রীরা হজে যাবেন সেই সব বিষয় দিয়ে মূলত বক্তব্য তুলে ধরা হয় এই প্রশিক্ষণ শিবিরে । যারা যারা হজে যাবেন তারা নানান প্রশ্ন করলেন প্রশিক্ষকদের কাছে কিভাবে কোথায় যাবেন ? যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই সব সমস্ত বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা করা হয় ।