বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে ২০২৬ বিধানসভা ভোটকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ১৩,সেপ্টেম্বর :: SIR এর নামে ভোট চুরি এবং বাঙালী ও বাংলাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে ২০২৬ বিধানসভা ভোটকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে কংগ্রেস।পশ্চিমবঙ্গ রাজ্য যুব কংগ্রেসের ডাকে ও জাতীয় কংগ্রেসের সমর্থনে হরিশ্চন্দ্রপুর বিধানসভার কোরিয়ালি রাজেশ্বর মোড়ে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার যুব সম্মেলনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী।

প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে।এদিনের সম্মেলনে উপস্থিত থাকবেন জেলা সম্পাদক ঈশা খান চৌধুরী ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মুস্তাক আলম সহ ব্লক ও অঞ্চল নেতৃত্বরা।

সম্মেলন শুরু হবে সকাল দশটা থেকে,চলবে সন্ধ্যা ছ’টা পর্যন্ত। সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছেন। সম্মেলনের আয়োজক জিয়াউর বলেন,বিজেপি ও তৃণমূল এক মুদ্রার এপিঠ-ওপিঠ। জনগনের সামনে তুলে ধরতে গম্ভীরা গানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =