নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শ্রীরামপুর :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: হুগলীর শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করেন বছর ছাব্বিশের ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকে গ্রেফতার করে।উত্তরপাড়া থানার নবগ্রামের বেসরকারী হোমের কর্নধার সেক্রেটারি ও দুই জন কর্মি তারা।
হোম সেক্রেটারি অজয় চট্টোপাধ্যায় নবগ্রাম পঞ্চায়েতে প্রাক্তন তৃণমূল সদস্য। নবগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি অপূর্ব মজুমদার বলেন,আবাসিক ওই যুবতী খুবই মেধাবী। সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন।

বিজেপির নবগ্রাম মন্ডল সভাপতি রাজেশ রজক বলেন,ওনাকে আমরা চিনি ওর অনেকগুলো রূপ আছে। তৃণমূলের সদস্য ছিলেন।যদি অভিযোগ সত্যি হয় তাহলে পুলিশ ব্যবস্থা নিক। তৃনমূল করেন তাই পঞ্চায়েতের সঙ্গে ওঠাবসা তো থাকবেই।
যদিও হোমের কর্মিদের একাংশ জানান,হোমের কর্নধার ভালো লোক। তারা দীর্ঘদিন দেখছেন কখনো খারাপ কিছু চোখে পড়েনি।