ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: লিভারপুল, বৃটেন :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: ভারতের বক্সিং অঙ্গনে এক গৌরবময় অধ্যায় রচনা করলেন হরিয়ানার প্রতিভাবান বক্সার জেসমিন ল্যাম্বোরিয়া। বৃটেনের লিভারপুলে অনুষ্ঠিত বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর মহিলা ৫৭ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেছেন তিনি।
এর মাধ্যমে বিশ্ব মঞ্চে ভারতের হয়ে নবম বিশ্বচ্যাম্পিয়ন বক্সার হিসেবে নিজের নাম লিখিয়েছেন জেসমিন। ফাইনালে জেসমিন মুখোমুখি হয়েছিলেন পোল্যান্ডের প্রতিদ্বন্দ্বী জুলিয়া সজেরমেটার।
চিত্র সৌজন্য :: ইন্টারনেট
উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে ভারতীয় বক্সার তার আক্রমণাত্মক ঘুঁষি ও কৌশলগত প্রতিরক্ষার মাধ্যমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন।
শেষ পর্যন্ত ৪–১ ম্যাচে জয়সূচক সিদ্ধান্ত আসে বিচারকদের কাছ থেকে, যা ভারতীয় শিবিরে আনন্দের বন্যা বইয়ে দেয়।
জয়ের পর আবেগঘন প্রতিক্রিয়ায় জেসমিন বলেন, “এই জয় শুধু আমার নয়, পুরো দেশের। এতদিন ধরে কঠোর পরিশ্রম ও অনুশীলনের ফল আজ পেলাম। সামনে আরও বড় চ্যালেঞ্জ আছে, তবে এই সোনার পদক আমার আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, জেসমিনের এই সাফল্য ভারতীয় মহিলা বক্সিংকে নতুন দিগন্তে নিয়ে যাবে। মেরি কম, নিকহাত জারিনদের পথ ধরে ভারতীয় মাটিতে আরও এক বিশ্বচ্যাম্পিয়ন তৈরি হলো।
ভারতের ক্রীড়া মন্ত্রক ও বক্সিং ফেডারেশন ইতিমধ্যেই জেসমিনকে অভিনন্দন জানিয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
এই সাফল্যের ফলে ভারত আন্তর্জাতিক বক্সিং মানচিত্রে আরও একধাপ এগিয়ে গেল। দেশের ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, আসন্ন অলিম্পিকেও জেসমিন স্বর্ণ জয়ের পথে হাঁটবেন।