নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: জগদ্দল থানার অন্তর্গত কল্যানী হাইরোডের নিকটস্থ উচ্ছেগরের কাছে খাল ধারে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞত পরিচয় মৃতদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে স্থানীয় বাসিন্দারা জগদ্দল থানাকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে থাকার খবর জগদ্দল থানার পুলিশকে জানালে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে মৃতদেহ পুলিশ উদ্ধার করা পর্যন্ত তার কোন পরিচয় জানা যায়নি ।
প্রাথমিক অনুমান তাকে পাশে রাখা ইট দিয়ে মাথায় মেরে হত্যা করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি সি নর্থ গনেশ বিশ্বাস জানান প্রাথমিকভাবে একটি মৃতদেহ পাওয়া গেছে ময়না তদন্তর জন্য পাঠানো হচ্ছে, প্রাথমিক পর্যায়ে রয়েছে তাই এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।