নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: রাস্তার বেহাল দশা নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নাম্বার ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের নবকলা গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন শালবনীর বিধায়ক তথা ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বিরুদ্ধে।
গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় বিধায়ক ভোটে জেতার পর আর তাকে দেখা যায়নি। বারবার ভোটের প্রতিশ্রুতিতে এই রাস্তাটা নির্মাণের পরিকল্পনা ও প্রতিশ্রুতি মিললেও রাস্তা নির্মাণ হয়নি।
দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুফল না পাওয়ায়, তারা সংবাদমাধ্যমের দ্বারস্থ হচ্ছেন এবং কখনও কখনও পথ অবরোধের মতো কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরছেন।
গ্রামবাসীদের ক্ষোভের কারণ রাস্তার বেহাল দশা। রাস্তাটি পুরানো, ভাঙাচোরা এবং গর্তে ভরা, যা বর্ষাকালে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে রূপায়িত না হওয়ায় এবং বারবার আবেদন করেও কোনো ফল না পাওয়ায় ক্ষোভ বাড়ছে।
গ্রামবাসীদের মধ্যে, বিশেষ করে স্কুল ছাত্রছাত্রীরা, স্কুলে যাতায়াত করতে এবং অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। গ্রামের অনুষ্ঠানে আত্মীয়স্বজন আসতে চাইছেন না, যা সামাজিক বিচ্ছিন্নতা বাড়াচ্ছে।
গ্রামবাসীরা নিজেদের দাবি আদায়ের জন্য বাধ্য হয়েই প্রতিবাদে নামলেন। রাস্তাটি নির্মাণ কিংবা সংস্কার না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের।