নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: রতুয়া দুই ব্লকের আড়াইডাঙ্গা ডিবিএম একাডেমী বিদ্যালয়ে প্রতিযোগিতামূলক বেঙ্গল ট্যালেন্ট পরীক্ষার আয়োজন করা হলো। রতুয়া দুই ব্লক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এই পরীক্ষায় মোট ৩৯২ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।পরীক্ষায় যে ধরনের সর্তকতা সচেতনতা থাকে সমস্তটা অবলম্বন করা হয়েছে।
বেঙ্গল ট্যালেন্ট নামে এই পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান অভিজ্ঞতা বিভিন্ন বিষয়ের ওপর তুলে ধরে প্রশ্নপত্র হয়েছে এবং ১০০ মার্কের এই পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন রকম ব্যবস্থাপনা এদিন লক্ষ্য করা যায়