নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ১৪,সেপ্টেম্বর :: পুজোর আগে লাইসেন্স বিহীন বাজির দোকানে অভিযান জলপাইগুড়ি কোতোয়ালী থানার পুলিশের। বাজেয়াপ্ত করা হল বেশ কিছু বাজি। যদিও সংশ্লিষ্ট ব্যবসায়ীর দাবি সেগুলি নিষিদ্ধ কোনও শব্দবাজি নয়, সেগুলো ছিল সবুজ বাজি।
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের একটি টিম শহরের দিনবাজার এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় একটি বাজির দোকানে চলে অভিযান। বেশকিছু বাজি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বলেন, ২০২২ সাল থেকে নতুন করে আর বাজির লাইসেন্স দেওয়া হচ্ছে না। আর যেসব বাজি দোকানে রাখা হয়েছে সবটাই সবুজ বাজি । পুলিশ সেগুলিই বাজেয়াপ্ত করেছে।