নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: সোমবার ১৫,সেপ্টেম্বর :: হুগলি জেলার বাঁশবেড়িয়ায় সম্প্রতি ঘটে যাওয়া লক্ষ্মণ চৌধুরী হত্যা কাণ্ডকে ঘিরে বিরোধ আরও তীব্র হয়েছে। বাঁশবেড়িয়া ত্রিবেণী নাগরিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়।
সেই পোস্টারে অভিযোগ করা হয়েছে, মূল অভিযুক্ত শিভুকে গ্রেফতার করা হলেও এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন এখনও কোনও পদক্ষেপ নেয়নি।
এই প্রসঙ্গকে কেন্দ্র করে যখন দিলীপ দে, অজয় দাস ও অভিজিৎ ভট্টাচার্য বাঁশবেড়িয়া অঞ্চলে পোস্টার লাগাচ্ছিলেন, তখন কিছু মানুষ তাদের বাধা দিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরবর্তীতে তাদের উপর হামলা চালানো হয়, যাতে তিনজনই গুরুতরভাবে আহত হন।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের তড়িঘড়ি মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয় এবং মেডিকেল পরীক্ষার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে রেফার করা হয়, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
এই ঘটনার পর মগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, হামলাকারীরা শুধু মারধরই করেনি, বরং প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে। পীড়িত পক্ষের দাবি, এই গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং হত্যা কাণ্ডের পেছনে জড়িত প্রভাবশালী ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হোক। অন্যদিকে, মগরা থানার পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।