সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: প্রতিদিনের মতনই বাইক নিয়ে বাড়ি ফিরছিল মহম্মদ মেহেবুব নামে এক ব্যক্তি। সেই সময় তার বাইকের কাছে একটি বাইক এসে দাঁড়ায়। হঠাৎ করে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনতাই করার চেষ্টা করে ওই দুষ্কৃতীদের দল।
ছিনতাইয়ে বাধা দেওয়াতে ধারালো অস্ত্র দিয়ে মহম্মদ মেহেবুবকে আঘাত করে তারা । এরপর চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসে ঘটনাস্থলে। এলাকাবাসীদের আগমন দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে নাবালক দুষ্কৃতীদের দল।বেপরোয়া ভাবে বাইক নিয়ে দেয় দৌড়। যদিও ধাওয়া করে স্থানীয়রা ওই নাবালক দুষ্কৃতীদের মধ্যে দুজনকে ধরে ফেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে কুলপি রোডের মালঞ্চ এলাকায় বারুইপুর ও সোনারপুর থানার বর্ডার এলাকায়। ধৃত নাবালক দুষ্কৃতীদের বাড়ি মল্লিকপুর এলাকায় বলে জানা গিয়েছে।
ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ অভিযুক্ত দুই নাবালকে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত দুই নাবালকের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের সোমবার দুপুরে বারুইপুর মহকুমার আদালতে তাদের পেশ করে পুলিশ।