কলকাতায় ফোর্ট উইলিয়াম এ যৌথ সেনাপতি সম্মেলনের সূচনা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা   :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: কলকাতার বুকে আজ শুরু হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বৈঠক—যৌথ সেনাপতি সম্মেলন। সেনা, নৌ ও বায়ুসেনার শীর্ষ সেনাপতিরা এবং প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা এই সম্মেলনে উপস্থিত রয়েছেন।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ আরও অনেকে। দুই দিনব্যাপী এই বৈঠকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে ভারতের নিরাপত্তা কৌশলকে আরও সুসংহত করতে হবে। তিন বাহিনীর সমন্বয়ই আগামী দিনের মূল শক্তি।” তিনি আধুনিক প্রযুক্তি, সাইবার সুরক্ষা, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং ভবিষ্যতের যুদ্ধ কৌশল নিয়ে সমন্বিত পরিকল্পনার ওপর বিশেষ জোর দেন।

প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত উদ্যোগের কথা উল্লেখ করে জানান, দেশীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে আগামী দিনের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে বিদেশনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনের ওপর ভরসা বাড়ানোর বার্তা দেন তিনি।

সেনা কর্তারা জানিয়েছেন, সীমান্তে ক্রমবর্ধমান সাইবার ও ড্রোন হুমকির মোকাবিলা, প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত পরিকল্পনা নিয়েই বিস্তারিত আলোচনা হবে এই সম্মেলনে। কলকাতার এই বৈঠক আগামী দু’দিন ধরে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 11 =