নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: মালদায় আরজি কর মেডিক্যাল কলেজের ডাক্তারি পড়ুয়া এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ।
উল্লেখ্য, আর জি কর মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়া তরুণীর গত শুক্রবার রাতে মালদায় রহস্যজনক মৃত্যু হয়। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে। তার মৃত্যুর জন্য তার পরিবারবর্গ মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক ডাক্তারি পড়ুয়াকে দায়ী করে।
জানা যায়, অভিযুক্তের নাম উজ্জ্বল সোরেন। বাড়ি পুরুলিয়ায়। তরুণীর পরিবার অভিযুক্তের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ডাক্তারি পড়ুয়া উজ্জ্বল সোরেনকে গ্রেপ্তার করে রবিবার তাকে পেশ করে মালদা জেলা আদালতে।