নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: মালদায় ফের শুটআউট। গুলিবিদ্ধ হলেন আতিমুল মোমিন, যিনি সম্প্রতি ঘটে যাওয়া একটি খুনের মামলার মূল সাক্ষী। সূত্রে জানা গেছে, আতিমুলের ওপর এই হামলার নেপথ্যে থাকতে পারে চাঞ্চল্যকর ষড়যন্ত্র।
গত ১০ জুলাই ইংরেজবাজারের লক্ষ্মীপুরে খুন হন তৃণমূল কর্মী আবুল কালাম আজাদ। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের বর্তমানে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ।
ওই ঘটনায় মাইনুল ও তার ছেলে-সহ একাধিক অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে এবং বর্তমানে তারা জেল হেফাজতে রয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, মামলার সাক্ষী আতিমুলকে সাক্ষ্য থেকে সরে আসার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অনড় থাকেন। সেই কারণেই কি এই পরিকল্পিত শুটআউট? উঠছে একাধিক প্রশ্ন।ইতিমধ্যেই ঘটনায় নেমেছে পুলিশ।
আতিমুল মোমিনকে লক্ষ্য করে গুলি চালানো আসলে সাক্ষীকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলেও শুটআউটকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপান উতোর।