সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১৫,সেপ্টেম্বর :: আর মাঝে একদিন তারপরে বিশ্বকর্মা পূজো, বিশ্বকর্মা পূজো উপলক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহন করল শিলিগুড়ি বৃহত্তর ই রিক্সা ইউনিয়ন।
অরবিন্দ পল্লীতে শাসক দলের শ্রমিক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশ্বকর্মা পূজো উপলক্ষে সংগঠনের সদস্যদের নিয়ে বৃহৎ আকারে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে।
অন্তত পক্ষে চার হাজার ই রিক্সা চালক এদিন স্বাস্থ্য পরীক্ষা করানোর পাশাপাশি ৫০০জন রক্তদান করে। এছাড়াও দুস্থদের মধ্যে বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।