নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্তোষপুর :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: মঙ্গলবার আতঙ্ক ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনে। এদিন হঠাৎই আগুন লাগে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে প্ল্যাটফর্ম ঘিরে থাকা ছোট-বড় একাধিক দোকানে।
আগুনে দোকানের ভেতরে থাকা সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায়। হঠাৎ এই অগ্নিকাণ্ডে যাত্রী থেকে শুরু করে দোকানদার—সবাই আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার-চেঁচামেচিতে একসময় রীতিমতো হইচই পড়ে যায় স্টেশন চত্বরে।অভিযোগ, প্রায় ৪৫ মিনিট দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। ফলে এই সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেননা, সামনেই দুর্গাপুজো, আর প্রত্যেকটি দোকানেই প্রচুর জিনিষপত্র মজুত করা হয়েছিল।
যা সবই জতুগৃহে পরিণত হয়েছে। এই মুহুর্তে আগুনের ভয়াবহতার জেরে বজবজ শাখায় ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।