‘অপারেশন সিঁদুরে’ তে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। এ অভিযানে খতম হয়েছে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবার।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: অপারেশন সিঁদুরে’ তে বড় সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা বাহিনী। এ অভিযানে খতম হয়েছে জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবার। সূত্রের খবর, টানা গোপন নজরদারি ও পরিকল্পিত অভিযানের ফলেই এই সাফল্য আসে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সীমান্ত ঘেঁষা এলাকায় সংঘর্ষে আজহারের একাধিক ঘনিষ্ঠ আত্মীয় নিহত হয়েছে। তাঁদের মধ্যে জইশের শীর্ষসারির কয়েকজন সদস্যও ছিলেন। ফলে সংগঠনের নেতৃত্ব কাঠামোতেও বড়সড় ভাঙন ধরার সম্ভাবনা তৈরি হয়েছে।

অপারেশন সিঁদুরে হওয়া ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন চুপ ছিল জইশের সদস্যরা। তবে জঙ্গি সংগঠনের ক্ষতির কথা এবার প্রকাশ্যেই স্বীকার করতে দেখা গিয়েছে জইশের শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াসকে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, ইলিয়াসকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। সেখানেই ইলিয়াস স্বীকার করে বলেন, ‘গত ৭ মে বাহাওয়ালপুরে জইশের সদর ঘাঁটিতে ভারতীয় সেনাবাহিনীর হামলা মাসুদ আজহারের পরিবারকে ছিন্নভিন্ন করে দিয়েছে।’

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অপারেশন শুধু প্রতীকী নয়, বাস্তবিক অর্থেই জইশের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধাক্কা। কারণ এতদিন পরিবারকেও নিরাপদ আশ্রয় হিসাবে ব্যবহার করত আজহার। এবার সেই ঘেরাটোপ ভেঙে দিয়েছে ভারতীয় বাহিনী।

সরকারি মহল মনে করছে, এই সাফল্যের ফলে সীমান্ত পারাপার জঙ্গি কার্যকলাপে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 12 =