নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: ট্রাক্টরের সঙ্গে দুটি ট্রলি বোঝাই জঞ্জাল নিয়ে যাওয়ার সময় ইংরেজবাজার পুরসভার একটি ট্রলি খুলে গিয়ে ঢুকে গেল চায়ের দোকানে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে ইংরেজবাজার শহরের মালদা মেডিকেল কলেজ সংলগ্ন রেল লাইনের ধারে।ওই ঘটনায় এক স্কুল পড়ুয়া সামান্য আহত হয়েছে। সেই সময় ওই দোকানের সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে ছিলেন। জঞ্জাল বোঝাই ট্রলিটি আচমকা ট্রাক্টর থেকে খুলে সেখানে ছুটে আসতে থাকায় তাঁরা দৌড়ে পালান।
জানা গিয়েছে, ওই ট্রলি বোঝায় জঞ্জাল রথবাড়ির দিক থেকে নিয়ে এসে আম বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।