তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পূজোয় নজির গড়লো একেবারে অভিনব আকর্ষণ দিয়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের তেলিপুকুর টোটো ইউনিয়ন এবারে বিশ্বকর্মা পূজোয় নজির গড়লো একেবারে অভিনব আকর্ষণ দিয়ে। এবারের পুজোর মূল আকর্ষণ ৩১ ফুট উঁচু বিশ্বকর্মা প্রতিমা, যা দেখে অভিভূত সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্তকুল।

আনুষ্ঠানিকভাবে এই মহাপূজোর উদ্বোধন করেন এলাকার কাউন্সিলর রাসবিহারী হালদার। তিনি জানান, “এই পূজো শুধু বর্ধমান নয়, গোটা রাজ্যের গর্বের বিষয় হয়ে উঠেছে। ৩১ ফুটের প্রতিমা গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম। সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভক্তির আবেগই আমাদের সবচেয়ে বড় সাফল্য”।তেলিপুকুর টোটো ইউনিয়নের পূজো চলছেই দীর্ঘ ১৫ বছর ধরে। প্রতি বছরই থাকে বিশেষ কিছু আকর্ষণ। তবে এবারের ৩১ ফুট উচ্চতার প্রতিমা পুজোর ইতিহাসে এক নতুন সংযোজন। বিশাল আকৃতির এই প্রতিমা ঘিরে ইতিমধ্যেই এলাকায় উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীরাও ভিড় জমাচ্ছেন প্রতিমা এক ঝলক দেখার জন্য। পূজোর মাঠে ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, প্রতিমার বিশালত্ব শুধু নয়, এর নান্দনিক রূপ, শিল্পকলার নিপুণতা এবং শৈল্পিক ছোঁয়া দর্শকদের মুগ্ধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =