নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: অমৃত ভারত প্রকল্পের অধীনে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করতে পূর্ব বর্ধমান জেলার কালনা স্টেশনে হাজির হন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কুমার।
তিনি নবনির্মিত স্টেশন বিল্ডিংসহ চলমান বিভিন্ন কাজ বিস্তারিতভাবে খতিয়ে দেখেন। উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হলেও এখনো পর্যন্ত মাত্র ৩০ শতাংশ কাজ হয়েছে। এ বিষয়ে ডিআরএম জানান, যা কাজ হচ্ছে, ভেবেচিন্তে ও ভালোভাবে হচ্ছে।এখানে জলস্তর অনেকটা উঁচু থাকায় কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া টানা বৃষ্টির জন্যও অগ্রগতি মন্থর হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে কাজের পূর্ণাঙ্গ রূপ চোখে পড়বে।
পাশাপাশি অ্যাপ্রোচ রোডের বেহাল অবস্থার প্রসঙ্গে তিনি বলেন, এই সমস্যার সমাধানেও কাজ শুরু হয়েছে। শীঘ্রই সমস্ত কিছু একসাথে মেরামত করা হবে। প্রায় এক ঘণ্টা ধরে এলাকা পরিদর্শনের পর তিনি ট্রেন ধরে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেন।