জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পলাতক অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: ২০২৩ সালে জয়নগরের দলুয়াখাকি গ্রামে সিপিএম কর্মীদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় পলাতক অভিযুক্তদের খুঁজে বার করে গ্রেফতার করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, এই ঘটনায় যে বারো জন অভিযুক্ত পলাতক তাদের খুঁজে বার করবে সিআইডির নিরুদ্দেশ বিভাগ এবং তা নিম্ন আদালতের বিচারকের কাছে পেশ করতে হবে। পাশাপাশি আদালত জানিয়েছে, অভিযুক্তদের জামিনের আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

 চিত্র পরিচিতি :: দুবছর হয়ে গিয়েছে , অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে। কবে অভিযুক্তদের  গ্রেফতার করবেন ?

অর্থাৎ প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে পুর্বে কোনও অপরাধমূলক মামলা থাকলে সেটিও বিচারককে বিবেচনায় নিতে হবে। এই বিষয়ে বিচারককে তথ্য দেবেন বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিশ সুপার । এই মামলার পরবর্তী শুনানি নভেম্বরে।

এদিন মামলাকারীর আইনজীবী সায়ন বন্দোপাধ্যায় আদালতে অভিযোগ করেন, দু’বছর কোট গেলেও এই ঘটনায় এখনও পর্যন্ত উপযুক্ত তদন্তের কোনও অগ্রগতি চোখে পড়েনি।

পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সায়নের আরও দাবি, যেহেতু অভিযুক্তেরা সকলে শাসকদলের সঙ্গে যুক্ত, তাই তাদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। ফলে তদন্ত প্রক্রিয়া ধীরগতিতে চলছে এবং ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে বলে তাঁর অভিযোগ।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, “এই পুলিশদের নিয়েই কাজ করতে হবে। জানবেন শাসকদল পাল্টাবে, কিন্তু এই পুলিশেরাই থাকবে।” রাজ্যের আইনজীবী পাল্টা দাবি করেন, দু’জনকে গ্রেফতার করা হলেও ব্যরো জন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খুঁজে বার করার জন্য বাড়তি পঁয়তাল্লিশ দিনের আর্জি করেন তিনি।

সেই আর্জি খারিজ করে এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশের উপরে উষ্মা প্রকাশ করে বলেন দুবছর হয়ে গিয়েছে , অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছে। কবে অভিযুক্তদের   গ্রেফতার করবেন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − five =