সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: প্রত্যেক বছরের ন্যায় এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজো কমিটি গুলিকে অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন।
দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিডিও অফিসে সাগর ব্লকের সুন্দরবন পুলিশ জেলার সাগর থানা ও গঙ্গাসাগর উপকূল থানার ব্যবস্থাপনায় সাগরের ২৮ টি দুর্গা পুজো কমিটির হাতে অনুদান স্বরূপ এক লক্ষ দশ হাজার টাকার করে চেক তুলে দেওয়া হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রাও,
সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তভদীপ্ত আচার্য, সাগর থানার ওসি অর্পণ নায়েক, গঙ্গাসাগর উপকূল থানার ওসি পার্থ সাহা, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
গত বছর পুজো কমিটিদেরকে ৮৫ হাজার টাকার চেক দেওয়া হয়েছিল ।এ বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । তারপরেই তুলে দেওয়া হলো পুজো উদ্যোক্তাদের হাতে চেক ।
এদিন প্রশাসনিক আধিকারিকেরা একাধিক বিষয়ে গাইড লাইনের কথা বলেন পূজো উদ্যোক্তাদের । আর সেই গাইডলাইন মেনে চলার কথাও বলা হলো এই অনুষ্ঠানের। গত বছরের তুলনায় এবছর অনুদান বাড়ানো হওয়ায় খুশি পুজো উদ্যোক্তারা।