BREAKING NEWS :: কর্নাটকে সেনার পোশাকে ঢুকে কোটি কোটি টাকা ও সোনা লুট অভিযুক্তরা এখনও পলাতক, তদন্তে বিশেষ দল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কর্নাটক :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: চাঞ্চল্যকর ঘটনায় সেনার পোশাক পরে দুষ্কৃতীরা কোটি কোটি টাকা ও সোনা লুট করেছে। মঙ্গলবার  রাতে কর্নাটকের এক বেসরকারি সংস্থার ভল্টে হামলা চালিয়ে দুষ্কৃতীরা বিপুল অর্থ ও গহনা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চাদাচান শহরের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি শাখায় ।সেনার পোশাক পরে ব্যাংকে ঢুকে কর্মীদের মারধর করে বেঁধে ২০ কোটির সোনার গয়না এবং নগদ ১ কোটি টাকা লুট করে পালাল ডাকাতদল। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা প্রথমে সেনা সদস্য পরিচয় দিয়ে নিরাপত্তারক্ষীদের বিভ্রান্ত করে। এরপরেই পরিকল্পিতভাবে ভল্ট ভেঙে টাকা ও সোনা বের করে নিয়ে যায়। ঘটনায় স্থানীয় মানুষ আতঙ্কিত।

তদন্তে নেমেছে পুলিশ ও বিশেষ টাস্কফোর্স। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে সেনার পোশাক কোথা থেকে সংগ্রহ করা হলো। সূত্রের খবর, কয়েক কোটি টাকা ও বেশ কয়েক কিলো সোনা লুট হয়েছে।

রাজ্যজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে। তবে বুধবার সকাল পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 2 =