নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: আবারো ফালাকাটা থানার বড় সাফল্য, বিপুল পরিমাণ গাঁজা সহ দুই যুবক গ্রেফতার। গতকাল সন্ধ্যা নাগাদ ফালাকাটা থানার পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে স্টেশন বাজার এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃতদের নাম বিকাশ মাহাতো (৩৩) বাড়ি তালতলা, থানাঃ মগরা, জেলা হুগলি এবং সুকদেব দাস (২৮), পিতা কালীপদ দাস, বাড়ি কুনতিঘাট শেরপুর, থানাঃ বালাগড়, জেলা হুগলি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের হেফাজত থেকে মোট ৪৫.৮৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ফালাকাটা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের অধীনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।