সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: বহু টালবাহানার পর অবশেষে একঘন্টা পরে মাঠে নামল পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচের আগে বারবার বয়কটের ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান বোর্ড ও খেলোয়াড়রা। রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে নানা জল্পনা তৈরি হয়েছিল।

ক্রীড়া বিশেষজ্ঞদের মতে, খেলার স্বার্থে পাকিস্তানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকেও চাপ ছিল যে, খেলা না হলে ভবিষ্যতে বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হতো।
সমর্থকদের একাংশ বলছেন, “খেলাকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত”, তবে অন্যদল মনে করছে বোর্ডের আগের অবস্থান ছিল কেবল চাপ তৈরি করার কৌশল।