নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বৈধ কাগজপত্র ছাড়াই দেদারে চলছে গাছ কাটার কাজ। খবর করতে গেলে সংবাদ মাধ্যম কে হুমকির মুখে পড়তে হল। চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের কাঙুর গ্রাম এলাকায় অবৈধভাবে গাছ কাটা চলছে প্রকাশ্য দিবালোকে।
স্থানীয় লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বলছেন অনুমতি নেই
বেশ কয়েকটি গাছ কাটার পরেই কোন বৈধ কাগজপত্র না থাকায় গাছ কাটতে বাধা দেয় এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা। ঘটনার খবর পেয়ে খবর করতে গেলে সংবাদ মাধ্যমকে হুমকির মুখে পড়তে হলো গাছ পাচারকারীদের কাছে।
সংবাদ মাধ্যমের কর্মীরা ওই গাছ ব্যবসায়ীর কাছে জানতে চায় গাছ কাটার বৈধ কাগজপত্র আছে কিনা। তখনই একপ্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে, গাছ ব্যবসায়ী। তার পাশাপাশি তিনি বলেন আমি পঞ্চায়ে ত সদস্যের সাথে কথা বলে এই গাছ কাটছি। যদিও পঞ্চায়েত সদস্য জানান এই বিষয়ে তিনি কিছুই জানেন না।
এরপরেই জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষের সামনেই সংবাদমাধ্যমের কর্মীদের হুমকি দেয় ও ক্যামেরায় কেড়ে নেওয়ার চেষ্টা করেন ওই অসাধু গাছ ব্যবসায়ী। সাংবাদিকদের নামে মিথ্যাচার ও কুমন্তব্য করেন তিনি। যদিও ঘটনা স্থলেই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন চন্দ্রকোনা এক নাম্বার পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষীকান্ত পন্ডিত।