ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে ২০০৯ সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে ২০০৯ সালের প্রাথমিক চাকরি প্রার্থীদের বিক্ষোভ । বৃহস্পতিবার শতাধিক চাকরিপ্রার্থীরা বিক্ষোভে সামিল হন।

তাদের দাবি, ২০০৯ সালের প্রাথমিকের নিয়োগে দ্রুত ১৮৩৪ জনের স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে এবং ১০০ শতাংশ নন-জয়েনিং শূন্যপদে নিয়োগ দিতে হবে। আন্দোলনকারীদের অভিযোগ, ২০০৯ সালের পরীক্ষা হলেও এখনও পর্যন্ত বহু প্রার্থী নিয়োগের বাইরে রয়েছেন।

এতে দীর্ঘদিন ধরে যোগ্য প্রার্থীরা বঞ্চনার শিকার হয়েছেন। তারা জানান, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং নতুন স্বচ্ছ প্যানেল প্রকাশ করতে হবে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “যতদিন স্বচ্ছ প্যানেল প্রকাশ ও নিয়োগ সম্পূর্ণ না হবে, ততদিন তাদের আন্দোলন চলবে।”

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার ডিপিএসসি চেয়ারম্যান অজিত নায়েক দাবি করেন, আদালতের নির্দেশ মেনেই ১০০ শতাংশ নিয়োগ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। কেন আবার এই বিক্ষোভ, তা আন্দোলনকারীদেরই জানা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 8 =