নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: করিমপুর :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষক দম্পতির। ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুরের মুরুটিয়া থানার সিঙ্গিডাঙ্গা এলাকায়। মৃতরা হলেন শ্যামল মণ্ডল (৪৫) ও তাঁর স্ত্রী কুসুম মণ্ডল (৪২)। তারা সিঙ্গিডাঙ্গা সর্দারপাড়ার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল তারা কাজের জন্য চাষের জমিতে গিয়েছিলেন। দুপুর ২ টা নাগাদ ফেরার সময় বজ্রপাতের কারণে উভয়েরই মৃত্যু হয়। আজ সকালে এলাকার স্থানীয় লোকজন চাষের জমিতে যাওয়ার সময় তাঁদের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মুরুটিয়া থানার পুলিশ।
দেহ দুটি উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এরপর ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি পাঠানো হয় শক্তিনগর জেলা হাসপাতালে ! মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মুরুটিয়া থানার পুলিশ !