নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামপুরহাট :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: গতকাল বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামের এক নাবালিকার বস্তাভর্তি পচা গলা দেহ উদ্ধারের পর শ্যামপাহারি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ স্কুলের এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তারপর দিনভর চলে উত্তেজনা।আর আজ স্কুল খুলতেই শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ স্কুলে শিক্ষক শিক্ষিকারা আসেন এবং তার পরেই উত্তেজিত জনতা প্রধান শিক্ষকে বেধারক মারধর করে পুলিশের সামনেই। তারপর ওই স্কুলের প্রধান শিক্ষককে কোনরকমে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুরো স্কুল চত্বর চরম উত্তেজনার সৃষ্টি হয়।
তারপর শ্যামপাহাড়ী শ্রী রামকৃষ্ণ শিক্ষা পীঠ স্কুলের সামনে বাঁশ লাঠি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।যার জেরে রামপুরহাট থেকে ঝাড়খন্ড বিহার যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।