নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: বামফ্রন্টের আমলে বাম জমানায় ৬৩টা মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল কাজল শেখকে। আজ থেকে ৩২ বছর আগে যে মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল আজকে সেই মামলার নিষ্পত্তি হল। এছাড়াও আর একটি কেসে সাক্ষী শুরু হয়েছে অর্থাৎ বাম জামানাই যে মিথ্যা মামলা দেয়া হয়েছিল সেগুলো নিষ্পত্তি পেয়েছি।বাকি যে সাত আটটা মামলা আছে সেগুলোর জন্য কোর্টে আমাকে আসতে হবে।। আজ থেকে পঁচিশ বছরের মিথ্যা মামলা নিষ্পত্তি হল। মহামান্য আদালত আমাকে বেকসুর খালাস দিয়েছেন। ঘটনাটি ছিল রাজনৈতিক সংঘর্ষ বাম জামানায় ১৯৯৩ সালে চারকল গ্রামে একটি পারিবারিক ঝামেলা হয়েছিল।
সেই পারিবারিক ঝামেলা থেকে রাজনৈতিক রং দিয়ে আমাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে ছিল বামফ্রন্টে হার্মাদরা । এই মামলায় ১৩ জন অভিযুক্ত ছিল। ১৩ জন অভিযুক্তকেই বেকসুর খালাস দেওয়া হয়েছ ।