নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: রায়গঞ্জ জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার ধরা পড়ল বড়সড় মাদক চক্র। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের পি ডব্লিউ ডি বাংলোর সামনে অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে গ্রেফতার করে।
জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম সুরজিৎ মণ্ডল, মালদা জেলার কালিয়াচক সাহাবাজপুরের বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১ কেজি ৩২ গ্রাম মাদকদ্রব্য, যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকারও বেশি।ঘটনার বিষয়ে উত্তর দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা জানান, দুপুরে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাদক পাচার চক্রের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর দিনাজপুর জেলায় মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে