মর্মান্তিক ঘটনা। রাঙাপানি রেলস্টেশন সংলগ্ন ভতন জোট এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ১৮,সেপ্টেম্বর :: মর্মান্তিক ঘটনা। রাঙাপানি রেলস্টেশন সংলগ্ন ভতন জোট এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র বয়স ৫৫ বছর। জানা গেছে তিনি শিলিগুড়ি মিলনপল্লী এলাকার বাসিন্দা ছিলেন।

সুদীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন। সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে অরুণবাবু সোজা রাঙাপানির ওই এলাকায় চলে যান। ওই এলাকায় তাঁর একটি জমি ছিল। তিনি জমি দেখতে গিয়েছিলেন। জানাযায় তিনি প্রায় জমি দেখতে যেতেন। এদিনও গিয়েছিলেন।স্থানীয় এক বাসিন্দা রতন রায়, তিনি অরুণ বাবু চাষের জমি দেখাশোনা করতেন। তিনি জানান যখনই তিনি জমি দেখবার জন্য আসতেন তাকে ফোন করতেন। তবে আজকে কিন্তু এমনটা করেননি। এদিন রতন রায় তাঁর দেহ রেললাইনে পড়ে থাকতে দেখেন।

ঘটনার খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশের কাছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় জিআরপি ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করার পরবর্তী ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর শুনেই তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিবারের সদস্যরাও পৌঁছে শোকে ভেঙে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − three =