নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নবদ্বীপ :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।মৃত যুবকের নাম সঞ্জয় ভৌমিক (৪০) তার বাড়ি নবদ্বীপ থানার প্রাচীন মায়াপুর সপ্তম লেন এলাকায়। বিশ্বকর্মা পুজোর দিন বন্ধু বান্ধব মিলে স্থানীয় একটি ক্লাবে মদ্যপান করে।
এরপরই নিজেদের মধ্যে বচসা তৈরি হয়ে শুরু হয় মারধর । সঞ্জয়কে মারধর করে বলে অভিযোগ পরিবারের। বৃহস্পতিবার সন্ধার পর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসার পরে তার মৃত্যু হয়।ছেলেকে মেরে ফেলার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়। সঞ্জয়কে পরিকল্পিত ভাবে পিটিয়ে খুন করেছে গতকালই এই অভিযোগ করেছিলেন মৃতর পরিবার ও স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা।
এরপর রীতিমত গতকাল রাতে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মী সমর্থকেরা। ঘটনার পরেই এলাকার মোড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট, এলাকায় থমথমে পরিবেশ, পুলিশ সূত্রে খবর আজই করানো হবে ময়না তদন্ত, সকালেও এদিন মৃতের বাড়িতে আসে বিজেপির প্রতিনিধি দল ।
এ বিষয়ে মৃতর মা অলকা ভৌমিক জানান এলাকায় যারা ক্লাবের সদস্য তারা প্রত্যেকেই তৃণমূল করে আর তৃণমূলের নেতাদের ওঠাবসা থাকে সেই ক্লাবে। তবে তাদের ছেলেকে এর আগেও আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূল সমর্থকদের কাছে এমনটাই অভিযোগ করলেন মৃত সঞ্জয় ভৌমিকের মা ।
অন্যদিকে আজ মৃত সঞ্জয়ের ময়না তদন্ত কল্যাণী এইমস হাসপাতালে করানোর দাবি তুলেছে পরিবার। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মী খুনের কথা ট্যুইট করে জানিয়েছেন।