নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়গঞ্জ :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগ ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সুপুষ্টিমাস উদযাপন। মুখ্য সেবিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কর্ম ক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদা কলেজ অডিটোরিয়াম এর দুর্গা কিংকর সদনে।
বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মুখ্য সেবিকা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের উপস্থিতিতে উদযাপন করা হয় সুপুষ্টিমাস অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উপস্থিত ছিলেন, মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আধিকারিক সুমিতা সুব্বা সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
মালদা জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হয় অনুষ্ঠানমঞ্চ থেকে। তিনজন সুপারভাইজার এবং ১৬ জন অঙ্গনওয়াড়ি কর্মীকে সম্মান জ্ঞাপন করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় মা ও শিশুদের পুষ্টি এবং শিক্ষার জন্য জেলার বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিগত খাদ্য ও শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি নেশা মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সামনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা।