নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: বিছানা থেকে পড়ে জলে ডুবে মৃত্যু এক শিশুর।বাঁধভাঙ্গা জল ঘরের মধ্যে প্রবেশ করেছে।জলের উপরেই চৌকি পাতিয়ে বিছানা করে ঘুমিয়ে ছিল শিশু সহ মা। সকালবেলা মা উঠে গেলেও শিশু ঘুমিয়ে ছিল বলে খবর।
হঠাৎ করে শিশু বিছানা থেকে জলের মধ্যে পড়ে যায়।পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যান।সেখানেই জানা যায় শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আনুমানিক সকাল সাড়ে নটা নাগাদ।ভূতনিতে পশ্চিম রতনপুরের বাঁধ ভেঙে জল ঢুকে যাওয়ার পর থেকে মৃত্যু মিছিল যেন অব্যাহত।
গতকাল মঙ্গলবার একই দিনে দুইজনের মৃত্যু হয়েছে জলে ডুবে। আবার আজ এক শিশুর মৃত্যু হল। মালদার মানিকচক ব্লকের ভুতনির হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরনন্দী টলা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ছোট্ট শিশুর নাম সুমন মণ্ডল দেড় বছর।
মৃত শিশুর বাবার নাম বিবেক মন্ডল (৩৮), পেশায় দিনমজুর ও মা সিমা মন্ডল গৃহিনী। ভূতনি থানার পুলিশ মৃতদেহকে উদ্ধার করে নিজের হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাবে বলে খবর