নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যারাকপুর :: শনিবার ২০,সেপ্টেম্বর :: নিম্ন আদালতের বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ । পুলিশ কোর্ট পুরপুরি তৃণমূলের নিয়ন্ত্রণে চলছে।
আইন মন্ত্রী থেকে সেক্রেটারি এরা সবাই মিলে আইনের কোমর ভেঙে দিয়েছে। কাকদ্বীপের মাষ্টারমশাইকে মারধর করার পরেও কি ভাবে একজন তৃণমূল নেতা জামিন পায় প্রশ্ন তুলছেন অর্জুন সিং।তার আক্ষেপ মাষ্টারমশাইরাও প্রতিবাদ করছেন না। ভোটের সময় যখন ঐ মাষ্টার মহাশয় দায়িত্ব পান তখন প্রতিবাদ করেন না।নদীয়ার ঘটনায় মুখ খুললেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন তৃণমূল তো শেষ সময়ে এরকম করবেই বিজেপিকে সেটা সংগঠিত ভাবে প্রতিহত করতে হবে।
শুধু একটা বিবৃতি দিয়ে দিলে চলবে না তাতে তৃণমূলের অত্যাচার বন্ধ হবে এটা ভাবা বোকামো মাঠে নেমে লড়াই করতে হবে। যেভাবে তৃণমূলের কর্মীরা বিজেপির কর্মীকে মেরেছে তার বাড়ির লোক কান্নাকাটি করছে। আমার দলের লোকেরা একটা মালা পরিয়ে দিল তাহলে চলবে না প্রতিবাদ করতে হবে।
যেভাবে পিটিয়ে মেরে ফেলা হয়েছে সেইভাবে ওখানকার লোকদের রাস্তায় নামতে হবে। আমার ঘরেতে কেউ মারা যায়নি আমি কেন রাস্তায় নামবো। তাতে তৃণমূল আশকারা পেয়ে যাচ্ছে