নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: শনিবার ২০,সেপ্টেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত গন্তার মোর সংলগ্ন এলাকায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা । যাত্রী বোঝাই বাসের সাথে ডাম্পারের সংঘর্ষ। এই ঘটনা ঘটার পর খবর দেওয়া হয় মেমারী থানায় ।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে জানা যায় মোট ১৬ জন আহত ব্যক্তি চিকিৎসার জন্য এখানে এসেছেন এবং তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এদের মধ্যে একজন পুরুষ এবং বাকি চারজন মহিলা ছিলো। চারজন মহিলার মধ্যে একজন মহিলা গর্ভবতী ছিলো বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায় কালনা থেকে মেমারীর দিকে যাচ্ছিল এই বাসটি।
যাত্রী বোঝাই বাসের সামনে একটি ডাম্পার ছিলো। ডাম্পার গাড়িটি আচমকাই ব্রেক মারে এবং পিছনে থাকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনে সজরে ধাক্কা মারে। ফলে গুরুতর আহত হয় বেশ কয়েকজন।
পুলিশ সূত্রে জানা গেছে বাসটিকে আটক করা সম্ভব হয়েছে। তবে বাসের ড্রাইভার ও খালাসি পলাতক । যে ডাম্পার গাড়িটিতে ধাক্কা মেরেছে । সেই গাড়িটা আটক করা সম্ভব হয়নি।