নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বলাগড় :: শনিবার ২০,সেপ্টেম্বর :: হুগলির বলাগরের শ্রীপুরের ১৭ বছরের প্রতিভাবান শিল্পী সন্দীপ হাঁটুই ওরফে আকাশ এবছরই প্রথমবার আড়াই ফুটের দুর্গা প্রতিমা গড়েছে।
পড়াশোনার পাশাপাশি মাটির কাজেই তার দক্ষতা। এক মাস ধরে তৈরি প্রতিমায় রয়েছে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, সিংহ, মহিষ ও মহিষাসুর।
আগামী ২০ সেপ্টেম্বর বলাগর থেকে চেন্নাইয়ের নিউ প্যানাভেলে যাবে তার প্রতিমা। বলাগরের গৃহবধূ মীনা সেন, বর্তমানে চেন্নাইয়ে থাকেন, তাঁর উদ্যোগেই এই বরাত পেয়েছে সন্দীপ। টোটোচালক বাবার সংসারের মধ্যেই শিল্পে নিজের পরিচয় গড়ছে কিশোর শিল্পী।