দুর্গা পুজো মণ্ডপে মমতার ছবি না রাখলে অনুদান বন্ধের হুঁশিয়ারি বিধায়কের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দকুমার :: শনিবার ২০,সেপ্টেম্বর :: দুর্গা পুজো মণ্ডপে মমতার ছবি না রাখলে অনুদান বন্ধের হুঁশিয়ারি বিধায়কের ।রাজ্য রাজনীতিতে ফের বিতর্কের ঝড় তুললেন এক বিধায়ক।

অভিযোগ, তিনি স্থানীয় কয়েকটি দূর্গা পুজো কমিটিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন— যদি পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না রাখা হয়, তবে সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে।

উৎসবের আবহেই বিতর্কিত মন্তব্য করে বসলেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে । তাঁর দাবি, ক্লাবগুলিকে পুজো মণ্ডপে রাখতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।

নাহলে ভবিষ্যতে ওই ক্লাবগুলির অনুদান আটকে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ, তৃণমূল কংগ্রেস ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে রাজনৈতিক প্রচার চালাচ্ছে। বিজেপি নেতারা দাবি করেছেন, “দুর্গা পুজো বাংলার সর্বজনীন উৎসব। সেখানে রাজনৈতিক দলের ছবি চাপিয়ে দেওয়া গণতন্ত্র ও সংস্কৃতির পরিপন্থী।”

তবে শাসক দলের যুক্তি, সরকার সব সময়ই পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী পুজোর দিনগুলোতে নিজেও নানা মণ্ডপে যান এবং শিল্পীদের উৎসাহ দেন। সেক্ষেত্রে তাঁর ছবি রাখা অস্বাভাবিক কিছু নয়।

এই প্রসঙ্গে সাংস্কৃতিক মহলের একাংশ বলছেন, পুজো মণ্ডপের শোভা বাড়াতে শিল্পকলা, পুরাণকথা, অথবা সমাজ বার্তা স্থান পাক। রাজনৈতিক ছবি চাপিয়ে দেওয়ার হুমকি দেওয়া উচিত নয়।

এখন দেখার বিষয়, প্রশাসন এ নিয়ে কী পদক্ষেপ নেয় এবং উৎসবের আবহে কীভাবে সামাল দেওয়া হয় এই নতুন বিতর্ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fourteen =