নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ২০,সেপ্টেম্বর :: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। গভীর রাতে পুকুর পাড় থেকে উদ্ধার নাবালিকার রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য তাহেরপুর থানার বীরনগরে।
সূত্রের খবর, তাহেরপুর থানার বীরনগর ইছাপুর এলাকার বাসিন্দা এক নাবালিকা শুক্রবার সন্ধ্যা থেকে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ চালানো শুরু করলে গভীর রাতে স্থানীয় একটি পুকুর পাড় থেকে ওই নাবালিকার নিথর দেহের সন্ধান পায় পরিবারের লোকেরা।
পরে তাহেরপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবক ওই নাবালিকাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল ও উত্তপ্ত করছিল। অভিযোগ, সেই প্রেমের প্রস্তাবে সায় না দেওয়ার জন্যই ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে ওই যুবক।
ঘটনায় মৃতের পরিবার তাহেরপুর থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করার পরই তড়িঘড়ি ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে তাহেরপুর পুলিশ। ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।